আজ প্রকৃতিবিদ, বিবর্তনবাদের জনক চার্লস রবার্ট ডারউইন এর জন্মদিবস। আজ সারা বিশ্বের বিজ্ঞান সচেতন মানুষ "ডারউইন দিবস (Darwin Day)" পালন করছে। আজ থেকে ২০০ শত বৎসর আগে ১৮০৯ সালের এই দিনে ডারউইন এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুল পালানো ছেলে ডারউইন পরবর্তীকালে বিবর্তন বাদ নামক এক যুগান্তকারী তত্ত্বের জন্ম দেন। এই তত্ত্বের মাধ্যমে তিনি মানুষ ও অন্যান্য প্রাণী এবং উদ্ভিদের জন্ম, বেড়ে ওঠা ও মৃত্যু সম্বন্ধে এমন কিছু কথা বলেন যা প্রচলিত ঈশ্বর আশ্রয়ী ধারণার সম্পূর্ণ বিপরীত। ডারউইন এক নতুন কথা শোনালেন। তিনি প্রচলিত ধারণা ও বিশ্বাসের মূলে কঠোর আঘাত হানলেন। তিনি আমাদেরকে জানালেন যে কোন অলৌকিক ফু দিয়ে এই পৃথিবী ও বিশ্বব্রহ্মান্ডসহ মানবপ্রজাতির সৃষ্টি হয়নি। কোন রকম 'কুন' বা 'টুনটুন' বলার মাধ্যমে প্রাণীজগত মাটি ফুড়ে পৃথিবীর মধ্যে উপস্থিত হয়নি। আকাশ থেকেও ধপাস ধপাস করে ডাইনোসর, হাতী, তিমি, বাঘ ইত্যাদি প্রাণী মাটিতে পরেনি। তিনি বলেছেন যে বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী পরিবেশের প্রভাব অনুযায়ী, অনেক সময় নিয়ে, ধীর গতিতে প্রাণীসমুহের বিকাশ হয়েছে। তারা বিলুপ্ত হয়েও গেছে সেরকম কোন দীর্ঘমেয়াদী কারণে।
ডারউইন সম্পর্কে কিছু তথ্য:
জন্মস্থান: ইংল্যান্ডের মফস্বর শহর 'শ্রুসবারি'।
তারিখ: ১২ ফেব্রুয়ারি, ১৮০৯ সাল
পিতা: রবার্ট ডারউইন
পিতামহ: এরেসমাস ডারউইন
পড়াশোনা: শ্রুসবারির গ্রামার স্কুল
ডাক্তারি পড়তে যান: এডিনবরা
পাদ্রি হওয়ার জন্য ভর্তি হন: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, ১৮২৮
পাদ্রি হিসেবে স্নাতক ডিগ্রী পান: ১৮৩১ সালে
বিগল জাহাজ যাত্রা শুরু করে: ১৬ ডিসেম্বর ১৮৩১ সালে,
জাহার ছাড়ার স্থান: প্লিমাউথ বন্দর
ব্রাজিল পৌঁছে: ১৬ ফেব্রুয়ারি, ১৮৩২ সালে
পেরুর রাজধানী লিমাতে পৌঁছে: ১৯ জুলাই ১৮৩৫ সালে
গ্যালাপাগাস দ্বীপপুঞ্জে পৌঁছে: ১৫ সেপ্টেম্বর, ১৮৩৫ সালে
তাহিতি দ্বীপে পৌছে: ১৫ নভেম্বর, ১৮৩৫ সালে
অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে পৌছে: ১২ জানুয়ারি, ১৮৩৬ সালে
মরিশাস দ্বীপে পৌছে: ২৯ এপ্রিল, ১৮৩৬ সালে
সেন্ট হেলেনা দ্বীপে: ৮ জুলাই
ইংল্যান্ডের কর্ণওয়ালের ফ্যালমাউথ বন্দরে ফেরেন: ০২ অক্টোবর, ১৮৩৬ সালে
"প্রজাতির উৎপত্তি (Origin of Species)" প্রকাশিত হয়: ১৮৫৯ সালের ২৪ নভেম্বর
ডারউইন মৃত্যুবরণ করেন: ১৯ এপ্রিল, ১৮৮২ সালে।
* ডারউইনের ভ্রমণসঙ্গীদের সম্পর্কে জানুন এই পেজ থেকে।
ডারউইন সম্পর্কে আরও কিছু তথ্য ও তাঁর রচনাগুলো একেবারে বিনেপয়সায় ডাউনলোড করুন গুটেনবার্গ সাইট থেকে।
- ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ডারউইন উৎসব
- ন্যাচারাল হিস্পরি মিউজিয়ামের উৎসব
- en.wikipedia
- The Autobiography of Charles Darwin (English)
- Coral Reefs (English)
- Coral Reefs — Complete (English)
- De l'origine des espèces (French)
- The Descent of Man (English)
- The Different Forms of Flowers on Plants of the Same Species (English)
- Effects of Cross and Self Fertilisation in the Vegetable Kingdom (English)
- The Expression of the Emotions in Man and Animals (English)
- The Foundations of the Origin of Species
Two Essays written in 1842 and 1844 (English) - Geological Observations on South America (English)
- Insectivorous Plants (English)
- Life and Letters of Charles Darwin — Volume 1 (English)
- Life and Letters of Charles Darwin — Volume 2 (English)
- More Letters of Charles Darwin — Volume 1 (English)
- More Letters of Charles Darwin — Volume 2 (English)
- The Movements and Habits of Climbing Plants (English)
- Note on the Resemblances and Differences in the Structure and the Development of the Brain in Man and Apes (English)
- Observations Géologiques sur les Îles Volcaniques (French)
- On the Origin of Species (English)
- On the Origin of Species by Means of Natural Selection (English)
- On the Origin of Species By Means of Natural Selection, or, the Preservation of Favoured Races in the Struggle for Life (English)
- On the Origin of Species by Means of Natural Selection
or the Preservation of Favoured Races in the Struggle for Life. (2nd edition) (English) - The Origin of Species by means of Natural Selection, 6th Edition (English)
- The Power of Movement in Plants (English)
- The formation of vegetable mould through the action of worms, with observations on their habits (English)
- Variation of Animals and Plants under Domestication (English)
- Variation of Animals and Plants under Domestication, the — Volume 1 (English)
- Variation of Animals and Plants under Domestication, the — Volume 2 (English)
- The Variation of Animals and Plants Under Domestication, Vol. I. (English)
- Volcanic Islands (English)
- The Voyage of the Beagle (English)
- The Voyage of the Beagle (English)
- The Voyage of the Beagle (English)
আপনাকে ডারউইন দিবস ২০০৯ (Darwin Day 2009) এর শুভেচ্ছা
0 comments:
Post a Comment