এ বৎসরের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ এই মাসের ১২ তারিখে পালিত হতে যাচ্ছে 'ডারউইন দিবস'। ডারউইন দিবস হিসেবে এই বৎসরটি একটি বিশেষ দিক থেকে গুরুত্বপূর্ণ। কারণ ২০০৯ সালে পালন হচ্ছে ডারউইনের ২০০তম জন্মবার্ষিকী। এছাড়াও ডারউইনের বিখ্যাত "অরিজিন অফ স্পেসিস" বইটির প্রকাশনারও ১৫০তম বৎসরও পালিত হচ্ছে এই বৎসর।
ডারউইন দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইন্টারনেটেও এই উৎসবের আয়োজন কম নয়। বিজ্ঞানসচেতন, মুক্তচিন্তার অধিকারী মানুষেরা ডারউইন দিবসটিকে নানাভাবে স্মরণ করতে যাচ্ছে। বাংলাভাষী মুক্তমনের মানুষদের ওয়েবসাইট মুক্তমনাতেও ডারউইনকে স্মরণ করার জন্য পুরস্কারসহ প্রবন্ধরচনার আয়োজন করা হয়েছে। উৎসাহী বিজ্ঞানচেতনায় বিশ্বাসীরা মুক্তমনা সাইট থেকে এ বিষয়ক ঘোষণাটি একবার দেখে নিতে পারেন।
বাংলাভাষী মানুষদের মধ্যে মুক্তচিন্তার বিকাশ তেমনভাবে হয়নাই বলে বাংলাভাষার বিভিন্ন ব্লগ বা সাইটগুলোতে ডারউইন দিবস নিয়ে কোনরকম ভাবনাচিন্তার কোনরকম চিহ্ন এখন পর্যন্ত দেখা যায়নি। মুক্তমনাই একমাত্র ব্যতিক্রম।
ইংরেজি ভাষায় ডারউইন দিবসের বিভিন্ন রকম আয়োজনের খবরাখবর জানতে আগ্রহী পাঠকেরা নিচের লিংকগুলি ভ্রমণ করে দেখতে পারেন।
- ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের উৎসব
- ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামের উৎসব
- ন্যাশনাল জিওগ্রাফিকের একটি অনুস্ঠান। ডারউইনের নোটবুক নিয়ে।
- darwinday
- darwin.gruts
- darwinbirthplace
- woodland-trust
- maerhillsactiongroup
- blogfordarwin
চার্লস ডারউইনের উপর ছোট্ট পাচ মিনিটের একটি ভিডিও দেখুন
===
===
0 comments:
Post a Comment