আংশিক সূর্যগ্রহণ দেখলাম

. Tuesday, January 27, 2009
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

বাংলাদেশ থেকে গতকাল সূর্যগ্রহণ দেখা গেছে। বিকেলবেলায় কিছু সময়ের জন্য আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করলাম। এত মানুষের মধ্যে এই সূর্যগ্রহণ নিয়ে আগ্রহ রয়েছে জেনে খুব ভাল লাগছে। রাতে বাংলা ব্লগজগতে খুঁজলাম, কিন্তু কারও লেখায় সূর্যগ্রহণের কোন খবর পেলাম না। আজকের সমকাল পত্রিকায় এ বিষয়ের খবর:

"ইন্দোনেশিয়ার কিছু এলাকায় গতকাল দিনের বেলায় সূর্য ‘ডুবে গিয়ে’ রাতের তারাদের ডেকে এনেছিল। কাল ওইসব এলাকায় ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে অপরাপর দেশে গ্রহণ ছিল আংশিক। বাংলাদেশেও সূর্যগ্রহণ আংশিক ছিল। গতকাল সোমবার বিকেলে সেই আংশিক গ্রহণ দেখেছেন অনেকে। এই বঙ্গদেশে গতকাল সূর্যকে রাহুর করাল গ্রাসে পড়তে হয়নি।

রাজধানীসহ দেশের বেশ কিছু এলাকায় উৎসবমুখর পরিবেশে জমজমাট আয়োজনে আগ্রহী দর্শকরা আংশিক সূর্যগ্রহণ অবলোকন করেন। মা-বাবার হাত ধরে দলে দলে শিশুরাও দেখেছে সূর্যগ্রহণ। বাংলাদেশে গ্রহণ শুরু হয় বেলা ৩টা ৩৩ মিনিটে, সর্বোচ্চ গ্রহণ হয় বিকেল ৪টা ২ মিনিটে এবং গ্রহণ শেষ হয় ৪টা ২৯ মিনিটে। তবে বিশেষ গ্রহণ শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৮ মিনিটে।

দেশের বিভিন্ন স্থানে শীতের পড়ন্ত বিকেলে জমজমাট আয়োজনের মাধ্যমে আংশিক সূর্যগ্রহণ অবলোকন করেন আগ্রহী দর্শকরা। কুয়াশায় আকাশ মাঝে মধ্যে ঢেকে যাচ্ছিল, তারপরও কুয়াশা সরে গেলে বেশ স্টষ্পভাবেই গ্রহণ দেখা গেছে। শুধু ইন্দোনেশিয়ার কিছু এলাকায় পুর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে। বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা ও অষ্ট্রেলিয়া থেকে সহৃর্যগ্রহণ আংশিকভাবে দেখা গেছে।

রাজধানীতে বিভিল্পু সংগঠন সূর্যগ্রহণ অবলোকনের আয়োজন করে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর যৌথভাবে বিজ্ঞান জাদুঘরের ছাদে অবলোকন শিবির স্থাপন করে। সোসাইটি দর্শকদের জন্য ‘সোলারস্কোপ’ সংগ্রহ করে, যা দিয়ে ক্ষতিকারক রশ্মি এড়িয়ে সূর্যগ্রহণ অবলোকন সম্ভব হয়। সবার জন্য উন্মুক্ত ওই শিবির বেলা আড়াইটা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত দর্শকে ভরপুর ছিল।"

খবর ও ছবিসূত্র সমকাল, খবরের লিংক

2 comments:

jik rajib said...

ভাই আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে,উপরের ছবিটা অনুসন্ধিৎসু চক্রের মাধ্যমে তোলা ছবি,পাশের ছবিটিও
অনুসন্ধিৎসু চক্রের ভাসনী নভোথিয়েটার থেকে তোলা,

KHOBORDAR said...

ei subjecte aro details jante KHOBOR-DAR(SCIENCE MAGAZINE)er blog dekhun ete ekti video ase adrss
www.khobordar.blogspot.com