বাংলাদেশের আকাশেও দেখা গেল অনন্য ত্রিভুজ

. Tuesday, December 2, 2008
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

আজকের প্রথম আলো পত্রিকায় খবরটা দেখলাম। পত্রিকার নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন যে বাংলাদেশের আকাশে এক মহাকাশীয় ত্রিভুজ দেখা গেছে। খবরে প্রকাশ:

চাঁদের কাছাকাছি দুরত্বে সৌরজগতের দুই গ্রহ বৃহস্পতি ও শুক্র। পরস্পর থেকে কৌণিক অবস্থানের কারণে তৈরি হলো এক ‘অনন্য ত্রিভুজ’। গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশেও দেখা গেল বিরল এই মহাজাগতিক দৃশ্য। কোনো দুরবিন নয়, খালি চোখেই গ্রহ-উপগ্রহের অন্য রকম নিকট অবস্থান প্রত্যক্ষ করল অনুসন্ধিৎসু মানুষ।

দেশের জ্যেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী এ আর খান প্রথম আলোকে জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ঢাকার পশ্চিম-দক্ষিণ আকাশে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি এবং সন্ধ্যাতারা হিসেবে বেশি পরিচিত শুক্র গ্রহ কাছাকাছি অবস্থানে ছিল। গ্রহ দুটি থেকে কৌণিক দুরত্বে অবস্থান করছিল নতুন চাঁদ। যেন আকাশের গায়ে অঙ্কিত একটি ত্রিভুজ। তবে হালকা মেঘের কারণে মাঝেমধ্যে দৃশ্যটি কিছুটা অস্পষ্ট দেখা গেছে।
এ আর খান আরও জানান, আগামী সাত থেকে আট দিন রাতের আকাশে প্রায় একই সময়ে কাছাকাছি অবস্থানে গ্রহ দুটিকে দেখা যাবে। তবে চাঁদ ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাবে। এভাবে একপর্যায়ে ত্রিভুজ অদৃশ্য হয়ে যাবে। আজ মঙ্গলবারও ত্রিভুজটি দেখা যাবে বলে তিনি জানান।
বৃহস্পতি ও শুক্র গ্রহের বিরল এ অবস্থান প্রত্যক্ষ করতে বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র বিশেষ ক্যাম্পের আয়োজন করে। সংগঠনের জ্যোতির্বিজ্ঞান শাখার সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম অপু জানান, মহাজাগতিক বিরল এ ঘটনা প্রত্যক্ষ করতে গত শনি, রবি ও সোমবার দেশের ১৩টি জেলায় বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়।

কিন্তু দুঃখজনক এ বিষয়ে তেমন কোন প্রচারণ ছিল না। নেট ঘেটে শুধুমাত্র সন্ধিৎসু ব্লগে এই ঘটনা নিয়ে খবরটা পেলাম। আর কারও মধ্যে চাদের সাথে বৃহস্পতি ও শুক্র গ্রহের পাশাপাশি দেখা যাওয়ার ঘটনা নিয়ে কোন আগ্রহ বোধহয় নেই।

1 comments:

Anonymous said...

কই, আমি তো দেখলাম না।